জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী :
বৃহতম রংপুর, নীলফামারী,জলঢাকা মধ্যে প্রায় ২কোটি মানুষের আবাসভূমি এই জেলায় আজও স্বাস্থ্যসেবা সহ সার্বিকভাবে রয়ে গেছে তিস্তা নদী সহ নদীর বাধ ভাঙ্গা অবহেলিত,বঞ্চিত ও উপেক্ষিত। একটি আধুনিক ও সুসজ্জিত হাসপাতাল এখানে শুধু দরকারই নয়,এটি এখন সময়ের দাবী।নীলফামারী জেলার মানুষ উন্নত চিকিৎসা ও সম্মানজনক স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে।জলঢাকার মানুষ যার যার অবস্থান থেকে সবাই চীনের প্রস্তাবিত ১০০০ শয্যার আধুনিক হাসপাতালটি জলঢাকায় স্থাপনের জন্য জোরালো দাবী জানাচ্ছে জলঢাকা বাসী।লাখো শহীদদের তাজা রক্তের বিনিময়ে ১৯৭১ সালে এবং ২০২৪ সালের বুকের তাজা রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছে,সেই লাখো শহীদের স্মৃতিতে জলঢাকায় একটি হাসপাতাল নির্মাণ দরকার। আমাদের জলঢাকা বাসীর সকল জনগণের প্রানের আবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোঃইউনুস স্যার প্রতি চীনে যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে কয়েকটি হাসপাতাল করার জন্য একটি হাসপাতাল জলঢাকাতে করা দরকার।জলঢাকা শহর হলো বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ যায়গা, এবং অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে জলঢাকা রংপুর নীলফামারী ও ঢাকা গুরুত্বপূর্ণ শহর হিসেবে অবস্থান রাখে,কিন্তু কোন জটিল রুগীকে জুররি চিকিৎসা সেবা দিতে হলে রংপুর না হয় ঢাকায় নিতে হয়।দেখা যায় উন্নত চিকিৎসার জন্য রংপুর ঢাকা, নেওয়ার জন্য গাড়িতে তুলে রওয়ানা দিলে পথিমধ্যে অনেক রুগী মারা যায়।তাই মানবতার দিকে চাইয়া আমাদের জলঢাকা বাসী ও প্রবাসীদের প্রানের দাবী জলঢাকায় হাসপাতাল হোক
চীনের হাসপাতালটি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news