আবু মাহাজ,,, ভোলা।।
ভোলায় যৌথ অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিসিজি বেইজ ভোলায় এসব ইয়াবা ধ্বংস করা হয়।
কোস্টগার্ডের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লেফটেন্যান্ট সাব্বির আহমেদ সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আইনি ব্যবস্থার জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়।
পরে পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গত ১০ এপ্রিল কোস্টগার্ড দক্ষিণ জোনে রক্ষিত ২ লাখ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ধ্বংসের নির্দেশনা দেন।
ওই নির্দেশনা অনুযায়ী আজ ভোলা কোস্টগার্ড বেইস এ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ও ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে ২ লাখ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, জনগণের জান ও মালের নিরাপত্তাতে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news