তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪৫(পঁয়তাল্লিশ) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ কোডিন ESkuf সহ আটক ১ জন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার ১৮ এপ্রিল রাত পৌনে ৩ টার সময় এসআই(নিরস্ত্র)/সজীব চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলাধীন ০৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের অন্তর্গত কুঞ্জবন সাকিনে মাদককারবারী রিপন মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে আব্দুর রহমানের ছেলে অবৈধ মাদক ব্যবসায়ী রিপন মিয়া (২৯)কে গ্রেফতার পূর্বক আসামীর বসত ঘরের রান্না ঘর হতে ৪৫(পঁয়তাল্লিশ) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ইনটেক কর্কযুক্ত কোডিন ESkuf যাহার প্রতি বোতলে ১০০ মি.লি করে মোট পরিমান-৪৫০০ মি.লি, মূল্য আনুমানিক ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে থানা সূত্রে নিশ্চিত করেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news