ভোলা প্রতিনিধি
ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই' আন্দোলনের অংশ হিসাবে ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি চারটি কাভার্ড ভ্যান ঢাকায় যাওয়ার পথে আটকিয়ে দিয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র - জনতা।
এর মধ্যে শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে একটি ও শনিবার দুপুরে ৩টি কাভার্ড ভ্যান আটক করে হেলিপ্যাড চত্তরে রেখে দেয় ছাত্র জনতা।
পরে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান ও সদর থানার ওসি হাসনায়িন পারভেজ ঘটনা স্থলে এসে, বিক্ষুব্ধ ছাত্র জনতাকে গাড়িগুলো ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করলেও তারা বলে দেয়, তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত কোন গাড়ি ছাড়া হবে না।
বিক্ষোভকারীরা জানায়, ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে দির্ঘদিন ধরে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এনিয়ে ব-দ্বীপ ফোরাম সহ বিভিন্ন সংগঠন দির্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন তীব্রতর হয়ে উঠছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news