ভোলা সদর উপজেলায় ভেলুমিয়া ইউনিয়নে সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী) অংশগ্রহণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর আয়োজনে আজ রবিবার (২০ এপ্রিল) সকালে এই প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
“মোবাইল ফোনের ভালো ও খারাপ দিক”—এই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়কে কেন্দ্র করে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো নির্ধারিত বিষয়ের পক্ষে ও বিপক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করে। বিতর্ক কেবল তর্ক নয়, এটি যুক্তিভিত্তিক মত প্রকাশের একটি শিল্প। একজন বিতার্কিক তার যুক্তির মাধ্যমে একটি বিষয়ের বিভিন্ন দিক ফুটিয়ে তুলতে পারে, চিন্তার পরিধি বাড়াতে পারে এবং প্রতিপক্ষের বক্তব্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি ইতিবাচক আলোচনা গড়ে তুলতে পারে।
অনুষ্ঠান শেষে বিজয়ী দলকে ট্রফি প্রদান করা হয় এবং সেরা বক্তাকেও বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর ভেলুমিয়া শাখা ইনচার্জ মোঃ আজিজুল হক; সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্য সেবা) সুব্রত রায়; সহকারী কারিগরি কর্মকর্তা (জীবিকায়ন) মোঃ সুয়াইব ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্য সেবা) এমরান হোসেন।
এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে যুক্তিভিত্তিক চিন্তায় উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।