আবু মাহাজ, ভোলা।।।
ভোলায় বিএডিসি দিন ব্যাপি বীজ ডিলার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে বিএডিসি সেচ ভবনের হলরুমে বিএডিসি'র বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে বরিশাল অঞ্চল বিএডিসি উপপরিচালক (বীজ বিপণন)এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিএডিসি অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ বিতরণ) মোঃ সেলিম হায়দারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি কৃষক পর্যায়ে বীজ সরবরাহ জোরদারকরণ প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল আলম,।বিএডিসি সেচ ভবন যুগ্মাপরিচালক (বীজ বিপণন),ডঃ মাহবুবুর রহমান। বিএডিসি বীজ বিপণন বরিশাল অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, বিএডিসি আলু বীজ হিমাগার বরিশালের উপ পরিচালক কেএম আখতার হোসেন ও বীজ বিপণন ভোলা জেলা সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ আবিদ হাসান, বিএডিসি আঞ্চলিক হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন, বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন সভাপতি সাংবাদিক মহিউদ্দিন আজিম, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সোহাগ, জসিম উদ্দিন সহ আরও অনেকে।
প্রশিক্ষণে ভোলা জেলা বিএডিসির বীজ ডিলাররা অংশগ্রহন করেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news