মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
স্নায়ুবৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি
১৮তম অটিজম দিবস ২০২৫ উপলক্ষে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে ছয়টি প্রকল্প ইউনিটে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় ছয়টি প্রকল্প ইউনিটে আলোচনা সভা, র্যালি, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এওয়াজপুর ইউনিটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) মোঃ মাসুম বিল্লাহ, ইউনিট ব্যবস্থাপক মোঃ ইলিয়াস এবং এটিও (লাইভলিহুড) মোঃ রাকিব হোসাইন। এছাড়াও অন্যান্য ইউনিটে শাখা ইনচার্জ, সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা), এবং জীবিকায়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মাধ্যমে অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে স্নায়ুবৈচিত্র্যকে আরও গ্রহণযোগ্য করে তোলার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news