মোঃ আল আমিন, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের কবিতা আক্তারের রহস্যজনক মৃত্যু। তার স্বামীর বাড়ি বিজয়নগর উপজেলার ফতেপুর গ্রামে, কবিতার রহস্যজনক মৃত্যুর ১০ দিনের অধিক হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই স্বামীর বাড়ির লোকজন আত্মগোপনে রয়েছে। গৃহবধু কবিতার মা, বাবার দাবি আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। ৬ মাস পূর্বে আনুষ্ঠানিক ভাবে ধর্মীয় নিয়ম কানুন মেনে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের আলাল মিয়ার মেয়ে কবিতা আক্তারের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ফতেপুর গ্রামের কাউছার মিয়ার ছেলে মোঃ মামুন মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর বাড়ির লোকজন কবিতা কে যৌতুকের জন্য চাপ দিত বলে জানা যায়। গত ১১ এপ্রিল রাতে কবিতার রহস্যজনক মৃত্যু হয়।মৃত্যুর খবর জানার পর কবিতার বাবা,মা এবং পুলিশ সহ মামুন মিয়ার বাড়িতে গিয়ে দেখে কবিতার লাশ পড়ে আছে। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করে কবিতার পরিবারের নিকট লাশ হস্তান্তর করে।
গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার পিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্বাক্ষীদের সঙ্গে কথা বলেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news