তিমির বনিক,মৌলভীবাজারে প্রতিনিধি:
চলমান রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান সরকারের আমলে এই প্রথম সিলেট রেঞ্জের শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম হিমেল।
সোমবার (২২শে এপ্রিল) সিলেট রেঞ্জের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় সিলেট রেঞ্জ সেরা অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম হিমেল এর হাতে সম্মাননাপত্র ও পুরস্কার তুলে দেন সিলেটে রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান।
এ সময় সিলেট রেঞ্জের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা, সিলেট বিভাগের ৪ জেলার পুলিশ সুপার এবং রেঞ্জের সিনিয়র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ওসি মো: আমিনুল ইসলাম হিমেল এর আগে গত ১৭ই এপ্রিল মৌলভীবাজার জেলা পুলিশের কল্যাণ সভায় গত মার্চ মাসে শ্রীমঙ্গল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
এখন বিভাগের শ্রেষ্ঠ মনোনীত হওয়ায় ওসি আমিনুল ইসলাম হিমেল উর্দ্বতন সকল কর্মকর্তা এবং শ্রীমঙ্গল থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করায় থানায় কর্মরত সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news