তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাঁচ ব্যক্তির দখলে থাকা ১০ একর সরকারি জায়গা উদ্ধার করেছে কুলাউড়া উপজেলা প্রসাশন।
বৃহস্পতিবার ২৪শে এপ্রিল দুপুরে উপজেলার সীমান্তবর্তী এলাকা শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় জায়গাগুলো উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টাঙানো হয়। জায়গা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন। উদ্ধারকৃত জায়গার মূল্য প্রায় ১০ কোটি টাকা হবে বলে জানিয়েছেন প্রসাশন ।
শাহ্ জহুরুল হোসেন জানান, উপজেলার সঞ্জরপুর মৌজার ১ নম্বর দাগে ১০ একর জমি দীর্ঘদিন ধরে ওই এলাকার লোকমান আলী, হেকিম আলী, মইন, গৌছ মিয়া ও কমর মিয়া নামে ব্যক্তিরা দখল করে ভোগ করছিলেন। সম্প্রতি পরিমাপের পর জায়গাগুলো সরকারি হিসেবে চিহ্নিত করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এসব জায়গা উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। খাস জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news