জসিনুর রহমান নীলফামারী:
জলঢাকা থানা পুলিশরে অভিযানে ৪৫ দিন পর নিখোঁজ ছেলেটি ঢাকার গাবতলি থেকে উদ্ধার।
প্রায় ৪৫ দিন পর নিখোঁজ ব্যাক্তি উদ্ধার
জনৈক মোছাঃ ফরিদা বেগম স্বামী তবিবুর রহমান গ্রাম খচিমাথা থানা-জলঢাকা জেলা -নীলফামারী ২৫/০৩-২৫ ইং তারিখ থানায় এসে জলঢাকা থানার নিখোঁজ ডিডি নং ১১৬১ তারিখ ২৫/০৩/২০২৫ দায়ের করেন জিডিতে উল্লেখ করেন যে তার ছেলে মোহাম্মদ আসিফ আব্দুল্লাহ বয়স ১৫ কাউকে কিছু না বলে ইং ১৬/৩/২৫ তারিখ বাড়ি হতে চলে যায়। তার সন্তানের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। জলঢাকা থানার এস আই
আবু বক্কর সিদ্দিক জিডি খানা প্রাপ্ত হয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রায় ৪৫ দিন পর ঢাকা গাবতলী এলাকা হতে উদ্ধার করে।উক্ত নিখোঁজ ভিক্টিম কে তার পিতা মাতার জিম্মায় প্রদান করা হলো।বিষয়টি জলঢাকা থানার জিডি নাও ১১৫৪
তারিখ ২৫/৪/২৫ ছেলেটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ছেলেটিকে তার বাবা মা পেয়ে খুবেই আনন্দিত।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news