তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) সকালের দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জাহিদ উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
জাহিদ এবার সিংগুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বৃহস্পতিবার জালালাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে তার কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ছোট বোনকে স্থানীয় বিদ্যালয়ে এগিয়ে দিতে বের হন জাহিদুল। বোনকে স্কুলে দিয়ে ফেরার পথে পূর্ব সিংগুর এলাকার এলপিজি গ্যাস পাম্পে পৌঁছামাত্র বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির একটি মিনি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করেন। সিলেটের ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে জাহিদ মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news