জসিনুর রহমান জেলা প্রতিনিধি (নীলফামারী):
জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব আরজু মোঃ সাজ্জাদ হোসেন এবং বিট অফিসার এর নেতৃত্বে বিট পুলিশিং সেবাও উঠান বৈঠক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জলঢাকা উপজেলায় প্রতিটি ইউনিয়নে আগের চেয়ে বিট পুলিশিং সেবার
গতি অনেক বেড়েছে বলেছেন
জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মো : সাজ্জাদ হোসেন।
তিনি আরও বলেন রাতের বেলা যেন কোন প্রকার দোকানপাট চুরি,ডাকাতি, জুয়া,মোবাইল কেসিনো না হয় সে জন্য পুলিশের টহল টিমের ব্যবস্থা করা হয়েছে।
জলঢাকার সাধারন জনগন ও গনমানুষের কল্যানে এবং সেবা প্রদানে সর্বদা চেষ্টায় করে যাচ্ছেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ জনাব আরজু মো: সাজ্জাদ হোসেন। জলঢাকার জনগনকে সকল প্রকার আইনি সেবা নিতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে আজ কৈমারী ইউনিয়নের বিভিন্ন বাজার এবং গ্রামে বিট পুলিশিং ও উঠান বৈঠক কার্যক্রম চালিয়ে যান এ সময় তিনি বলেন, বাংলাদেশ সম্প্রতি সম্প্রদায়িক দেশ এদেশে হিন্দু মুসলমান একত্রিত হয়ে দেশের জন্য কাজ করবেন, সেই সাথে কোথাও কোন বিশৃঙ্খলা হলে আইনি সেবা নিতে আহ্বান করেন এবং যে কেন সেবা নিতে২৪ ঘন্টা আপনদের জন্য থানার দরজা খোলা থাকবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news