তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ মনসুর আহমেদ (৪২) নামে এক জনকে আটক করা হয়েছে।
রবিবার (২৭শে এপ্রিল) রাতে এসআই সজীব চৌধুরীসহ থানা পুলিশের একটি দল শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণটুক গ্রামের মাদক ব্যবসায়ী মনসুর আহমেদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে আটককৃত মনসুর আহমেদের বসতবাড়ি তল্লাশি করে তার ঘরের আলনায় একটি কালো রংয়ের পলিথিনের ভেতরে রক্ষিত ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, মনসুর আহমদ একজন চিহ্নিত মাদক কারবারি। সোমবার পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news