নদী রক্ষায় বোরহানউদ্দিনে শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের সভা ও শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় নদী দূষণ ও প্লাস্টিক/পলিথিনের অপব্যবহার রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৭ এপ্রিল বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত এই সভায় জেন্ডার সমতা এবং জলবায়ু জোট কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনগণ, শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

সুইডেন সরকারের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত সি আর ই এ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেন্ডার সমতা ও জলবায়ু জোট কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ এবং উপাধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন। স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক ও জোট কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস- সি আর ই এ প্রকল্পের সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আখতার।

বক্তারা আলোচনায় পরিবেশ সংকটের ভয়াবহতা তুলে ধরে বলেন, নদী দূষণ ও প্লাস্টিক-পলিথিনের অতিরিক্ত ব্যবহার আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। তারা বলেন, নদী কেবল একটি জলাধার নয়, এটি জীবন্ত প্রাণের প্রতীক—যা কৃষি, জীববৈচিত্র্য এবং মানবজীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। নদী দূষণের প্রভাব কেবল জলজ প্রাণীর ওপর নয়, বরং মানুষের জীবন ও স্বাস্থ্যেও মারাত্মকভাবে পড়ে।

সভায় বক্তারা নাগরিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশবান্ধব জীবনধারার প্রতি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। কাপড় বা পাটের তৈরি ব্যাগ ব্যবহার, পলিথিন বর্জন, পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার রাখা এবং সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

আলোচনার পর কলেজ প্রাঙ্গণের সামনের সড়কে এক শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। ভোলা-চরফ্যাসন মহাসড়কের পাশে আয়োজিত এই মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে জনসাধারণকে নদী রক্ষা ও পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের আহ্বান জানান।

আয়োজকদের মতে, এই উদ্যোগ কেবল একটি দিনের বা একটি সভার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি দীর্ঘমেয়াদি আন্দোলনের সূচনা, যেখানে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে পরিবেশ রক্ষায় এখনই সম্মিলিতভাবে কাজ শুরু করা জরুরি।

সংবাদটি শেয়ার করুনঃ

Facebook
WhatsApp
Telegram
Twitter
LinkedIn
Email
Print

আরও পড়ুনঃ

দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টিপাত: ভূমিধসে ১ জন নিহত, ১০০+ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

ডেস্ক রিপোর্ট দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণে ভূমিধস

মৌলভীবাজারে জুলাই শহীদ দিবস পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার জেলা

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়া

ময়ুর মিয়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, মূল আসামি গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার জেলার

জন্মের পর কাঁচা রাস্তা,পাকা রাস্তা কি স্বপ্ন!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি স্বাধীনতার পাঁচ দশক

প্রধান সংবাদ

“দ্বীপের রানী ভোলায় আমরা করি বসবাস”: ভোলার মানুষের মুখে মুখে নতুন গান

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি সম্প্রতি “আমরা

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২৩ হাজার ৭০০ জন

নকলমুক্ত পরিবেশে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন সারা

পটুয়াখালীর ২২ গ্রামে আগাম ঈদ উদযাপন, উৎসবে মাতোয়ারা গ্রামবাসী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামের প্রায়

লবণাক্ত জমিতে সূর্যমুখী ফুলের রঙিন স্বপ্ন

জলবায়ু সংকট মোকাবিলায় সূর্যমুখী চাষ: কৃষি অভিযোজনের

মায়েদের উৎসাহিত করতে ভোলায় মা সমাবেশ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলা সদর উপজেলার

ডেস্ক রিপোর্ট বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া’র প্রধান নির্বাহী জেনসেন...

বেইজিংয়ে চীনা এআই মডেলকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ স্বীকৃতি দিলেন এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং

ডেস্ক রিপোর্ট আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সক্রিয় আগ্নেয়গিরির নতুন করে অগ্ন্যুৎপাত...

দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডে ফের আগ্নেয়গিরির উদগিরণ: ২০২১ সালের পর ১২তম বার, ঝুঁকিতে স্থানীয় জনপদ ও পর্যটন কেন্দ্র

ডেস্ক রিপোর্ট অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজ চীনের ঐতিহাসিক মহাপ্রাচীরের পাদদেশে...

চীনের মহাপ্রাচীর থেকে বিনিয়োগ নীতির পক্ষে সাফাই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবেনিজের