মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ বুধবার (মধ্যরাত ১২টা থেকে) ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরার মৌসুম। মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলে পাড়াগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপকূলীয় ঘাটগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য, নদী মুখী হচ্ছে শত শত নৌকা।
জেলেরা আশা করছেন, নদীতে নামার পর আহরিত ইলিশ দিয়ে কাটিয়ে ওঠা যাবে দীর্ঘদিনের সংকট। ইতোমধ্যেই জাল, নৌকা ও ইঞ্জিন প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন তারা। কেউ জাল মেরামত করছেন, কেউ ইঞ্জিন ঠিক করছেন – পুরো জেলে পাড়ায় বইছে উৎসবের আমেজ।
স্থানীয় জেলে আঃ রব, মফিজ ও সিরাজ জানান, গত দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় পরিবার নিয়ে কষ্টে দিন কেটেছে। এখন নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, তাই নদীতে নেমে আশার আলো দেখছেন তারা।
ইলিশের প্রধান মৌসুম শুরুর এই সময়কে ঘিরে সরব হয়ে উঠছে আড়ৎগুলোও। মাছের পাইকার ও আড়ৎদারদের ব্যস্ততায় মুখর হতে চলেছে ভোলা। আড়ৎদার সাহাবুদ্দিন বলেন, “নিষেধাজ্ঞার কারণে বাজারে মাছের সংকট ছিল। এখন সেই সংকট দূর হবে, আবার জমে উঠবে ইলিশের ব্যবসা।”
মার্চ ও এপ্রিল মাসে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকার মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল। এ সময় জেলার নদী এলাকায় মৎস্য বিভাগ মোট ৫৬০টি অভিযান পরিচালনা করেছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, “চলতি বছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৮৫ হাজার মেট্রিক টন। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছি আমরা।”
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news