তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ৭ বছরের শিশুকন্যার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক কান্ত মালাকার (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার (২৬শে এপ্রিল) বিকাল ৪টাযর দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে পরদিন রোববার রাতে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে সোমবার ভোরে পুলিশ অভিযুক্ত ধর্ষক কান্ত মালাকার (২১)কে গ্রেপ্তার করেছে।
অভিযোগের বিবরণীতে জানা জানা যায়, পটেটো চিপস এর লোভ দেখিয়ে বাড়ির সম্পর্কে ভাগ্নী শিশুকে পার্শ্ববর্তী বসতঘরে নিয়ে ধর্ষণ করে মামা কান্ত মালাকার। শিশুটি কান্না করলে মা কান্নার কারন জানতে চান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনার বর্ণনা করে। পরে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এঘটনায় শিশুর মা (ইতি রানী মল্লিক) বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শমশেরনগর ফাঁড়ির পুলিশ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ধর্ষক কান্ত মালাকারকে গ্রেপ্তার করে।
সোমবার রাতে ভোক্তাভোগী পরিবারের ইতি রানী মল্লিক ও তার ভাই সত্যজিৎ মল্লিক এর সাথে কথা বললে জানায়, ধর্ষককের পরিবারের লোকজন দ্বারা হুমকি ধামকি দেওয়া হচ্ছে। হুমকি দাতা সুজিত মল্লিক, কানু মল্লিক, অনন্ত মল্লিক। ভোক্তভোগী পরিবারের দাবি তারা নিরাপত্তাহীনতায় আছেন।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, অভিযোগের সাথে সাথেই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটি অভিযুক্তের সম্পর্কে ভাগ্নী। আসামীকে সোমবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভোক্তভোগী পরিবারকে হুমকির বিষয়ে জানতে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এমন কোন বিষয় ঘটে থাকলে তদন্তকারী কর্মকর্তা নতুবা আমাকে অবগত করবেন এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news