তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শেরপুর আবাসিক এলাকায় ডাকাতির ঘটনায় ৫ ডাকাতসহ ৭ জন গ্রেপ্তার। স্বর্ণালংকার ও লুটনকৃত টাকা উদ্ধার।
মৌলভীবাজারের শেরপুর আবাসিক এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন সংঘবদ্ধ ডাকাতসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে। অভিযানে বিপুল পরিমাণ লুটকৃত মালামাল, অস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ রায়হান মিয়া (২৫), পিতা: ময়না মিয়া, সাং: কামরাখাইর, থানা: জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ ,আক্কুল মিয়া ওরফে আকুল (৩৪), পিতা: মৃত ইদ্রিস মিয়া, সাং: নওধার পূর্বপাড়া, থানা: বিশ্বনাথ, জেলা: সিলেট তিনি একটি হত্যা মামলার প্রধান আসামি এবং তার বিরুদ্ধে ৮-১০টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মোঃ আফাজ মিয়া (৪৯), পিতা: সঞ্জব উল্লাহ, সাং: পারকুল, থানা: নবীগঞ্জ, জেলা: হবিগঞ্জ মোঃ মনর মিয়া (৫৫), পিতা: মৃত সুজাত মিয়া, সাং: কামরাখাইর, থানা: জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ – তার বাড়ি থেকে দুটি দেশীয় পাইপগান, কাটার, শাবল এবং মুখোশ উদ্ধার করা হয়। অশোক কুমার দে (৪০) তোফায়েল আহমদ তোফা (৩৬), পিতা: মৃত নূর মিয়া, সাং: মোবারকপুর, থানা: ওসমানীনগর, জেলা: সিলেট – তার বিরুদ্ধে ১০-১৫টি ডাকাতির মামলা রয়েছে এবং একটি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। দিনেশ কর্মকার (৬৫) – তার দোকান থেকে ৪ ভরি ৭ আনা স্বর্ণালংকার এবং নগদ ৮,০৬,৯৮২ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল: ২টি দেশীয় পাইপগান, ৬রাউন্ড কার্তুজ,১টি হাইড্রোলিক কাটার,১টি তালা ভাঙার শাবল ,ডাকাতির সময় ব্যবহৃত মুখোশ,স্বর্ণালংকার – ৪ ভরি ৭ আনা
নগদ ৮,০৬,৯৮২ টাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার,একটি মোটরসাইকেল
তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা ২১ এপ্রিল ২০২৫ তারিখে খলিলপুর ইউনিয়নের বাগারাই গ্রামে প্রবাসী আব্দুর রহিমের বাড়িতে সংঘটিত আরেকটি ডাকাতিতেও জড়িত ছিল।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news