ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পরিরহাট এলাকায় বোরো ধান কাটার মধ্য দিয়ে ‘মাঠ দিবস’ উদযাপন করা হয়েছে। আজ শনিবার, ৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০টায় বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত একটি প্রদর্শনী প্লটে এই মাঠ দিবস উদযাপন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) মোঃ হাবিব উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলার উপ-পরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান। এই সময়ে অত্র এলাকার কৃষক ও কৃষানিরা উপস্থীত ছিলেন।
প্রদর্শনী প্লটে ব্রি ধান ৭৪ জাতের ধান চাষ করা হয় এবং তা কাটা হয় ‘একক মাঠ প্রদর্শনী’ কর্মসূচির অংশ হিসেবে। মূলত আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং উচ্চফলনশীল জাত চাষে তাদের উৎসাহিত করাই ছিল মাঠ দিবসের মূল উদ্দেশ্য।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news