জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী :
নীলফামারীর কিশোরগঞ্জে মাহফুজার রহমান (৩৬)নামে এক কথিত সমন্বয়ককে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার( ৩ মে) রাতে উপজেলার রাজীব এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মাহফুজার রহমান কেশবা মওলানাপাড়া এলাকার মৃত মজিদের ছেলে ও তিনি বিভিন্ন জায়গায় নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যানেলের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময়ে তার পকেটে থেকে একটি রাইফেলের বুলেট ও একটি দেশীয় অস্ত্র ছোরা উদ্ধার করা হয়।
এবিষয়ে দ্যা রেড জুলাইয়ের আহবায়ক মোতালেব হোসেন বলেন, মাহাফুজার রহমান নামে উপজেলায় কোন ছাত্র সমন্বয়ক নেই। তাছাড়া আমি যতটুকু জানি সমন্বয়ক পরিচয়ে যিনি গ্রেফতার হয়েছেন তার কোন ছাত্রত্ব নেই। কেউ যদি ভুয়া সমন্বয়ক পরিচয়ে কোন অপকর্ম করে এর দ্বায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা দ্যা রেড জুলাই নিবে না।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহফুজার রহমান নামে একজনকে রাইফেলের একটি পুরাতন বুলেট ও একটি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। পরে এবিষয়ে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news