জসিনুর রহমান জেলা প্রতিনিধি (নীলফামারী)
জলঢাকা উপজেলা ও পৌর শাখা এবং কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে
তুহিন ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবিতে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন ছাত্রনেতা,মজতাজুল হক মিঠু,আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল,মেনহাজুল হক রানা,সদস্য সচিব জলঢাকা পৌর ছাত্রদল,হারুন আর রশিদ, যুগ্ন,আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল,আব্দুল্লাহ আল কাফি (রিশাদ), সাবেক সদস্য ঢাকা জেলা ছাত্রদল ও সংগ্রামী ছাত্রনেতা, জলঢাকা উপজেলা শাখা ছাত্রদল,আশিক ইসলাম,ছাত্রনেতা,জলঢাকা পৌর ছাত্রদল সহ জলঢাকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফজলে রাব্বি রুপক, সোহাগ,শুভ,মুকুল,মন্জুরুল,মাসুম সহ-জলঢাকার সর্বস্তরের ছাত্রদলের নেতাকর্মীরা।
তাদের দাবি একটাই,অবিলম্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে,ইন্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর নামে সকল অবৈধ মামলা অতিদ্রুত প্রত্যাহার করে, নিঃশর্ত মুক্তির দাবি জানান ছাত্রনেতারা!
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news