মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় কর্জ টাকা ফেরত চাওয়ায় পাওনাদার দিলীপ দাসকে (৪৫)পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৭মে)রাত অনুমান ৮ টার দিকে উপজেলার জগদীশপুর স্কুল এন্ড কলেজের পাশে একটি সেলুনে এ ঘটনা ঘটে।
জগদীশপুর ইউনিয়নের গুলাই গ্রামের পরিমল দাসের ছেলে দিলীপ দাস পার্শ্ববর্তী শ্যামপুর গ্রামের মৃত রেনু শীলের ছেলে বিমল শীলের (৫৮) কাছে ২০২৩সালের শেষের দিকে দুই ধাপে আট লক্ষ ( ৮০০০০০/-) টাকা স্টাম্পের মাধ্যমে কর্জ দিয়েছিল। সেই টাকা চাইতে দিলীপ জগদীশপুর বাজারে বিমল শীলের সেলুনের দোকানে যায়,টাকা চাওয়ার সাথে সাথেই রেগে বিমল এবং তার ছেলে দিলীপ দাসকে পিটিয়ে আহত করে।
এ বিষয়ে দিলীপ দাস বলেন আমি বিমলকে আট লক্ষ ( ৮০০০০০/-) টাকা কর্জ দিয়েছি,এখন টাকা চাইলেই সে তালবাহানা শুরু করছে।গত ০৭/০৫/২০২৫ ইং তারিখে আমি তার সেলুনে টাকা চাইলে সে এবং তার ছেলে উত্তেজিত হয়ে আমার উপর আক্রমণ করে, আমি অবাক হয়ে চেয়ে থাকি কারণ আমি বিশ্বাস করতেই পারছি না আমি টাকা ফেরত চাইলে সে এমন করবে।
আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমি সেনা ক্যাম্পে যাই উনারা বলছেন থানায় একটি অভিযোগ করতে,আজ আমি থানায় অভিযোগ করছি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news