মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। রবিবার (১১ মে) সকালে উপকূলের শত শত রাখাইন নারী-পুরুষ নতুন পোশাকে সজ্জিত হয়ে সমবেত হন শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিহার চত্বরে তৈরি করা হয় বর্ণিল সাজসজ্জা। আয়োজনের শুরুতে অনুষ্ঠিত হয় বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, সূত্র পাঠ ও সমবেত প্রার্থনা। এছাড়া দিনব্যাপী চলে পিন্ডদান, বোধিবৃক্ষে জল অর্পণ, আহার দান, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থানীয় রাখাইন সম্প্রদায় ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই আয়োজনে অংশ নেন।
বৌদ্ধ ধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ ঘটে। তাই দিনটি বৌদ্ধদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কুয়াকাটায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দুই দিন আগ থেকেই চলছিল নানা ধর্মীয় ও সামাজিক আয়োজন।
প্রতিবছরের মতো এবারও কুয়াকাটার এই আয়োজন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের পাশাপাশি পর্যটকদের কাছেও ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু।
আপনি কি এই আয়োজনে অংশ নিয়েছেন, নাকি কোনো ছবি বা তথ্য সংযুক্ত করতে চান?
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news