ডেস্ক রিপোর্ট
দীর্ঘ ২৩ বছর পর নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব পাওয়া পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনকে বাউফল উপজেলায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এই আয়োজনকে নবনির্বাচিত নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেক হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (৭ জুলাই) বিকেল ৪টায় বাউফল উপজেলা বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জব্বার মৃধার সভাপতিত্বে ও সহ-সভাপতি শাহজাহান হাওলাদার এবং পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান খোকনের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়। পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ অনুষ্ঠান পরিচালনা করেন।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন বলেন,
"নতুন নেতৃত্বকে ঘিরে আমরা বাউফলে দলের কার্যক্রম আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে পরিচালনা করতে চাই।"
সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন,
“জেলার প্রতিটি উপজেলায় সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে আমরা কর্মপরিকল্পনা হাতে নিচ্ছি। মাঠপর্যায়ে সক্রিয়দের মূল্যায়ন করা হবে।”
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন জানান,
“নেতৃত্বে পরিবর্তন মানে সংগঠনের পুনর্জাগরণ। আমরা তৃণমূল থেকে ত্যাগী, জনপ্রিয় নেতাদের খুঁজে বের করে দলকে নতুনভাবে সাজাবো।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন:
বক্তারা বলেন,
“নতুন নেতৃত্বের প্রতি আমাদের আস্থা রয়েছে। তারা দায়িত্ব পালনে দলীয় ঐক্য ও গতিশীলতা বজায় রাখবেন। বিশেষ করে বাউফলের অভ্যন্তরীণ কোন্দল দূর করে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news