ডেস্ক রিপোর্ট
ভোলার সদর উপজেলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বিপজ্জনক অস্ত্রসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ বাহিনী। মঙ্গলবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা এবং সদর থানা পুলিশের যৌথ উদ্যোগে চরশামাইয়া ইউনিয়নের বড়চরশামাইয়া ও চরকালী সংলগ্ন এলাকায় সোমবার দিবাগত রাত ২টায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আওয়ামী লীগের পরিচয়ধারী তিনজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং পাঁচটি চাইনিজ কুড়াল।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষায় সংস্থাটি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। যার ফলে সাম্প্রতিক সময়ে নদী ও উপকূলবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।