ডেস্ক রিপোর্ট
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে পটুয়াখালীসহ উপকূলীয় জেলায় অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। এর ফলে সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় ২১৫.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস।
এই টানা বৃষ্টিতে শহরের অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সবুজবাগ, নতুন বাজার, তিতাস মোড়, পুরান বাজার, চর পাড়া, মহিলা কলেজ সড়ক ও জুবিলী সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে। দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী, কর্মজীবী ও স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে গ্রামাঞ্চলে অনেক মাছের ঘের, পুকুর, বীজতলা ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
কুয়াকাটা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সমুদ্র বেয়ে বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
এই পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার ট্রলার ও নৌযানসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।