গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের পাশে নদীর তীরে জেলেদের একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের কিছুক্ষণ পর এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের মধ্যে জিহাদ (১৯) ও জিহাদ মিয়া (১৮)-এর অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় তাদের ঢাকায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মো. নবিনসহ আরও তিনজনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে মাছ ধরার প্রস্তুতির সময় জেলেরা ট্রলারে অবস্থান করছিলেন। দুপুরে খাবার রান্নার প্রস্তুতিকালে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। জেলেদের চিৎকার শুনে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা ও স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বলেন, "গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে।"
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news