তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে মজুদকৃত বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।
বুধবার (৯ই জুলাই) রাতে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ভানুগাছ বাজারের ভাই ভাই ষ্টোর নামক দোকান থেকে এসব সিগারেট জব্দ করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকান থেকে মোট ১,১০,০০০ শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসময় দোকানে থাকা দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার রাসটিলা এলাকার মোঃ সোহাগ মিয়া (৩২) এবং মোঃ রাহী (১৯)। তারা প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই সিগারেট আনা ও বিক্রির কথা স্বীকার করেছে।
সিগারেট মজুদের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১০ই জুলাই) আটককৃতদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
০১৭৪৫৯৩৯৪৪৮
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news