তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বড় বিদ্যাবিল নামক এলাকার শেষ প্রান্ত থেকে জনৈক নৃপতি নায়েক (২৭) এর স্ত্রী রুপ তেলেঙ্গা (২২) এর মৃত দেহ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
নিহতের মামা রাজকুমার তেলেঙ্গা ও স্থানীয় ওয়ার্ড সদস্য জয়দেব এর সূত্রের বরাতে জানা যায়, পরকীয়ার সূত্র ধরে স্বামীর ঘর থেকে ওই নারী চলে যেতে চাইলে এ নিয়ে পঞ্চায়েত সহ বিচারে বসে। এক পর্যায়ে তাদের ঝামেলা মিটিয়ে দেওয়া হয়। ওই ঘটনা সমাধানে স্বামীর ঘরে রাত পেরুতেই পর দিন সকালে স্বামী কাজে চলে গেলে রূপ তেলেঙ্গা একাই বাড়ির বাহিরে চলে যায়। যাওয়ার সময় এলাকার লোকজন দেখতে পায় যে, সে একাই চলে যাচ্ছে। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তারা থানাকে এ বিষয়ে কোন অবগত করেনি। নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার (১০ই জুলাই) সকাল ১১টার দিকে বাঁশ কাটতে গিয়ে জঙ্গলের মধ্যে তার অর্ধ গলিত লাশের সন্ধান পাওয়া যায়। এ খবর শ্রীমঙ্গল থানাকে অবগত করলে এসআই বাবলু সহ থানা পুলিশের একটি দল নিহত নারীর মৃতদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়। সংবাদ লেখা পর্যন্ত মৃতদেহ শ্রীমঙ্গল থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্যে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। এবং তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
০১৭৪৫৯৩৯৪৪৮
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news