ডেস্ক রিপোর্ট
পটুয়াখালীতে অটোরিকশা চালকদের বেপরোয়া ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে সৃষ্ট দুর্ঘটনা এবং জনদুর্ভোগ রোধে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করেছে বিশেষ সতর্কতামূলক অভিযান।
সোমবার সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঝাউতলায় এ অভিযান পরিচালনা করেন পটুয়াখালী শিশু একাডেমি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাশেদ খানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস টিম।
সেনাবাহিনীর সদস্যরা চালকদের সঙ্গে সরাসরি কথা বলেন, ট্রাফিক আইন সম্পর্কে অবহিত করেন এবং সচেতনতা বাড়াতে উদ্বুদ্ধ করেন।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেনাবাহিনীর এই উদ্যোগকে "জনবান্ধব ও সময়োপযোগী" বলে অভিহিত করেছেন।
একজন দোকানদার বলেন:
“অনেকদিন ধরেই অটোরিকশাগুলোর দাপটে রাস্তায় হাঁটাও কষ্টকর হয়ে পড়েছিল। আজ সেনাবাহিনী দেখে চালকরাও ভদ্র হয়ে গেছে।”
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,
“জাতীয় নিরাপত্তা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবন নিরাপদ রাখাও আমাদের দায়িত্ব। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”
এই অভিযান পটুয়াখালীর মতো শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী মাঠে নামায় জনগণের আস্থা যেমন বাড়ছে, তেমনি ট্রাফিক শৃঙ্খলার ক্ষেত্রেও তা কার্যকর বার্তা দিচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news