তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে প্রতিকি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনটি উদ্বোধন করেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মো: বুলবুল আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদসহ অনেকে।
শুক্রবার (১৮ই জুলাই) সকাল সাতটায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিকি ম্যারাথনটি শুরু হয়ে কোর্ট রোড হয়ে পানি উন্নয়ন বোর্ড ভবন হয়ে পৌর মেয়র চত্বরের সামনে এসে শেষ হয়। ম্যারাথনে জুলাই যুদ্ধা, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সাংবাদিকসহ নানান শ্রেণী পেশার মানুষজন অংশ নেন উক্ত অনুষ্ঠানে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news