তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকা থেকে পরোয়ানাভুক্ত একাধিক মামলার আসামি খালেদকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই এলাকার বাসিন্দা আব্দুল মালিকের ছেলে।
শুক্রবার (১৮ই জুলাই) রাতে কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতুব্বর সঙ্গীয় এএসআই ইসহাক ও এএসআই তোফায়েলসহ উপজেলার মনসুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ ওমর ফারুক জানান, গ্রেপ্তার হওয়া খালেদের বিরুদ্ধে কুলাউড়া থানায় ৭টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে—২টি মাদক মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি, ১টি দস্যুতা, ১টি চুরি এবং ১টি সংঘর্ষ ও ক্ষতিসাধনের মামলা। এছাড়াও তার নামে একটি ভয়ভীতি প্রদর্শনের কারণে সাধারণ ডায়েরি (জিডি)ও রয়েছে।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (১৯ই জুলাই) তাকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news