ডেস্ক রিপোর্ট
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালাম মেম্বারের বাড়ি থেকে দক্ষিণ বাদুরা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে আছে। বর্তমানে সড়কটি এতটাই খারাপ অবস্থায় পৌঁছেছে যে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। এর ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও কৃষকদের পণ্য পরিবহনে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় চিতলাখালী গ্রামের বটতলা এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেন—
“এটি আমাদের এলাকার অন্যতম প্রধান সড়ক। বছরের পর বছর ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন একেবারে খানাখন্দ আর কাঁদায় ভর্তি। বর্ষা এলেই রাস্তাটি তলিয়ে যায়। বিশেষ করে শিশু শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।”
তারা আরও বলেন, “নির্বাচনের আগে নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও, বাস্তবে কোনো কাজ হয়নি। আমরা ধৈর্য ধরে বসে ছিলাম, কিন্তু আর নয়। এবার যদি দ্রুত সড়ক সংস্কার না হয়, তাহলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
এলাকাবাসী অবিলম্বে সড়ক সংস্কারের কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে তারা স্থানীয় প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news