ভোলা প্রতিনিধি
ভোলার স্থানীয় নারী চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে জিজেইউএস এন্টারপ্রাইজ। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর এই অঙ্গ প্রতিষ্ঠানটি তাদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘সেলস অফিসার (মহিলা)’ পদে লোকবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ০৫ জন hardworking, self-reliant এবং পরিশ্রমী নারী প্রার্থীকে এই পদে নিয়োগ দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মাসিক ১২,০০০ টাকা বেতন প্রদান করা হবে।
পদের বিবরণ:
পদের নাম: সেলস অফিসার (মহিলা)
পদের সংখ্যা: ০৫টি
বেতন: মাসিক সাকুল্যে ১২,০০০ টাকা
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। তবে, বিক্রয়, গ্রাহকসেবা বা সংশ্লিষ্ট বাণিজ্যিক কাজে ৬ থেকে ১২ মাসের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া, সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের আগামী ০৫ আগস্ট, ২০২৪ তারিখ বিকাল ৫টার মধ্যে সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র প্রেরণের ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, জিজেইউএস এন্টারপ্রাইজ, আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ, ভোলা-৮৩০০।
আবেদনপত্রের সাথে জীবন-বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আবেদনপত্র যাচাই-বাছাই শেষে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরই নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। এই নিয়োগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news