ডেস্ক রিপোর্ট
ব্র্যাকের উদ্যোগে পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে একদিকে পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে দরিদ্র পরিবারগুলোর আর্থিক স্বাবলম্বিতার সুযোগ তৈরি হচ্ছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় মাদারবুনিয়ার হেতালিয়া বাঁধ ঘাট আবাসনে এবং সকাল ১১টায় মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদে পৃথকভাবে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
📦 উভয় স্থানেই প্রায় পাঁচ শতাধিক করে চারা বিতরণ করা হয়। ব্র্যাক জানিয়েছে, বর্ষা মৌসুমজুড়ে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
👥 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
- ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. হেফাজউদ্দিন বকুল
- ইউপিজি জোনাল ম্যানেজার শীপন সাহা
- ইউপিজি আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান খান
- ব্র্যাক-মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ব্যবস্থাপক মো. আলাউদ্দিন
- কৃষি ও সামাজিক যত্ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার আব্দুস সালাম
- উপজেলা সমবায় কর্মকর্তা মুশফিকা আক্তার তুলি
- স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
📢 ব্র্যাক কর্মকর্তা নেফাজ উদ্দিন বকুল জানান, “এই উদ্যোগ শুধু গাছ লাগানো নয়, বরং পরিবেশ রক্ষা ও হতদরিদ্রদের স্বাবলম্বী হওয়ার দীর্ঘমেয়াদি একটি কৌশল।”
এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের মাঝে পরিবেশবান্ধব সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি ভবিষ্যতে ফল উৎপাদনের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারবে।