ডেস্ক রিপোর্ট
রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজসংলগ্ন এলাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিকদল পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে শোকসভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, “জাতির এই শোকের মুহূর্তে রাজনৈতিক কর্মসূচির চেয়ে সহমর্মিতা প্রকাশ করাই সবচেয়ে বড় মানবিক দায়িত্ব।”
সভায় সভাপতিত্ব করেন: জেলা শ্রমিকদলের সভাপতি জাহিদুল ইসলাম খান বাবু
প্রধান অতিথি ছিলেন: জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি
সঞ্চালনা করেন: জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির
🎙️ বক্তৃতা করেন আরও—
- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন
- সামেক পৌরসভার মেয়র মোস্তাক আহমেদ পিনু
- জেলা বিএনপির সাবেক সদস্য বশির আহমেদ মৃধা
সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। নেতারা নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।