ডেস্ক রিপোর্ট
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ কয়েকজনের প্রাণহানি ও গুরুতর আহত হওয়ার ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
সোমবার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, “শোক দিবস উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।”
এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে রাজধানীর “ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি”তে একটি হটলাইন চালু করা হয়েছে।
📞 হটলাইন নম্বর: ০১৯৪৯০৪৩৬৯৭
সোমবার সকালেই উত্তরায় একটি এফ-৭ বিজিআই মডেলের বিমান বিধ্বস্ত হয়, যা বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিল। দুর্ঘটনায় পাইলট নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার তদন্তে বাংলাদেশ বিমানবাহিনী ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।