উচ্চশিক্ষায় গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের জন্য একটি বিশেষ শিক্ষাবৃত্তি প্রকল্প হাতে নিয়েছে। এই শিক্ষাবৃত্তির আওতায় এসএসসি পাসকৃত গরীব মেধাবী শিক্ষার্থীরা দুই বছরের জন্য প্রতিমাসে আড়াই হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা শিক্ষাবৃত্তি পাবে।
ব্যাংক সূত্রে জানা গেছে, এই শিক্ষাবৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার থেকে ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবে। আগামী ৮ ই জুন পর্যন্ত এই আবেদনের সময় রয়েছে। প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা ১২ ই জুন প্রকাশিত হবে। সেই তালিকাভুক্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক নির্ধারিত কাগজপত্রসহ ১৩ জুন থেকে ৯ জুলাই এর মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের যেকোনো শাখা বা এজেন্টের কাছে উপস্থিত হতে হবে।
এই বৃত্তির শর্তাবলী অনুযায়ী, সিটি করপোরেশন এবং জেলা শহর এলাকার স্কুলের শিক্ষার্থীদের এসএসসিতে জিপিএ ৫ থাকতে হবে। অন্যদিকে গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থাকতে হবে জিপিএ ৪.৮৩। গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ৯০ শতাংশ সংরক্ষিত রয়েছে এবং মোট বৃত্তির অর্ধেক ছাত্রীদের জন্য নির্ধারিত।
যেসব শিক্ষার্থী ইতোমধ্যেই সরকারী বৃত্তি বা অন্য কোনো উত্স থেকে বৃত্তি পাচ্ছে, তারা এই বৃত্তির জন্য বিবেচিত হবে না। আবেদনকারীদের পাসপোর্ট সাইজের ছবি এবং এসএসসি সনদপত্র, নম্বরপত্র ইত্যাদি আপলোড করতে হবে। চূড়ান্ত তালিকাভুক্ত শিক্ষার্থীরা দুই বছরে ৬০ হাজার টাকার পাশাপাশি পাঠ্য উপকরণ ও পোশাক অনুদান হিসেবে আরও ৭ হাজার টাকা পাবে।
এই শিক্ষাবৃত্তি প্রকল্প সমাজের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news