এমপি নিক্সন চৌধুরী ও আ’লীগের সাধারণ সম্পাদকের ফোনালাপ ভাইরাল

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সাথে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর ঘনিষ্ঠ আকরামুজ্জামান রাজার কথোপকথনের অডিও ফোনালাপ ফাঁস হয়েছে। যা শুক্রবার ভাঙ্গায় একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে এই ফোন আলাপ পাওয়া যাচ্ছে। মুহুর্থের মধ্যে তা ভাইরাল হয়ে পড়েছে। বিষয়টি ফেসবুকের এডমিন Md bulbul নিশ্চিত করেন।

ফাঁস হওয়া অডিওর ৩ মিনিট ৩৪ সেকেন্ড এর কথোপকথন হুবহু তুলে ধরা হলো- স্থানীয় সাংসদ নিক্সন চৌধুরী তিনি তার মোবাইল থেকে ফোন ব্যাক করে রাজা কে জিজ্ঞাসা করেন, ফোন দিয়েছিলেন? আপনার মিসকল পেলাম।

উত্তরে আকরামুজ্জামান রাজার কন্ঠে তিনি কয়েকবার হ্যালো, হ্যালো বলেন, এর পরে তিনি বলেন, ফোন দিয়েছিলাম মানেকি শোনেন, ও জাফর উল্লাহ যে, প্রার্থী দিয়েছেন (মোখলেছুর রহমান সুমন) যতটুকু বুঝতে পেরেছি শেষ পর্যন্ত থাকতে পারবেনা, আমি এইটুকু জানি। (কথাগুলো অস্পষ্ট ছিলো বলে ক্লিয়ার বুঝা যায়নি) মোখলেছুর রহমান সুমনকে নিয়ে কথা হয়েছে বলে নিশ্চিত করেন নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সমর্থক এমডি বুলবুল।

পরে নিক্সন চৌধুরী রাজাকে বলেন, না না আপনি মানুষ ভাল না, মানুষ আপনারে কয় চিটার বাটপাড়, আসলেই রাজা সাহেব, আপনি ভালো মানুষ না।

আকরামুজ্জামান রাজা বলেন- আপনি এইভাবে কথা কইলি আমি কষ্ট পাবো।

নিক্সন চৌধুরী বলেন – আপনি আমারে আর ফোন ঠোন দেবেন না, আপনার সঙ্গে আর কথা বলার দরকার নাই, দেখা হবে রাজনৈতিক মাঠে, বিপদে পড়লে আপনি আমাকে ফোন দেন, আপনার উপর আমার আর বিশ্বাস নাই, ওরাও আপনাকে বিশ্বাস করে না, আমিও আপনাকে আর বিশ্বাস করি না, আপনি ওই পক্ষেই থাকেন, সৎ ভাবে থাকেন,ওদের খবর আমাকে দেওয়ার দরকার নাই, আমি রাজনীতি করি এইসব খবর-ঠবর আমার লাগেনা।

রাজা – আমি একটা কথা বলি।

নিক্সন চৌধুরী- আর কথা বলার দরকার নাই, আপনাকে আমি চিনে ফেলেছি।

রাজা- না না আপনি বলেন একটা বিষয়,

নিক্সন চৌধুরী- না না আপনার কথাবার্তা ভালো না, আসলেই আপনি একটা চিটার টাইপের মানুষ, আমি আপনাকে ভুল বুঝছি, ঠিক আছে, শুনেন ভাই শুনেন, আমি রাজনীতি করি মানুষের জন্য জনগণের জন্য,কথা বুঝছেন? উন্নয়ন করার জন্য,আমাকে ভয় দেখাবে জাফর উল্লাহ বা আজ পর্যন্ত জাফরউল্লাহ ভয় দেখাতে পারে নাই, আর এই চিটার বাটপাড় (মোখলেছুর রহমান সুমন) কি দেখাবে? আমারে এইসব বইলেন না, আপনাদের দলের মধ্যে সব দুই নম্বরি করেন, দুই নম্বরি কইরা আপনারা নিজেরা নিজেরা কোন্দল করেন, ঝামেলা করেন, কথা বুঝছেন? এইগুলো আপনাদের ব্যাপার, আপনাকে চিনে ফেলছি, আপনি ভবিষ্যতে আর আমাকে ফোন দিবেন না, রাজনীতির মাঠে দেখা যাবে,

রাজা – আমি আপনাকে একটা কথা বলি,

নিক্সন চৌধুরী-আপনি জাতীয় নির্বাচনের আগে যত ইনফরমেশন দিয়েছেন অর্ধেক ভুল দেন অর্ধেক ঠিক দেন,আপনি তাল বেতাল করে ফেলেন।

রাজা – আমি যেটুক দিয়েছিলাম, সেটুক শেষ পর্যন্ত আপনি তো সবই দেখলেন।

নিক্সন চৌধুরী- কেনো আপনি বললেন নাই? জাফর উল্লাহ সাব বসে পড়বে? আমাকে কি দিবেন?এসব বলেন নাই? সে তো বসে নাই।

রাজা – বসার সব ব্যবস্থা হয়েছিল না ? ৪-৫ দিন বন্ধ ছিল না সব কিছু ?

নিক্সন চৌধুরী -উনি ( জাফর উল্লাহ) অসুস্থ ছিলেন,মুরুব্বি মানুষ।

রাজা – না না অসুস্থ ছিল না বন্ধের জন্য না ।

নিক্সন চৌধুরী- আপনি বলছিলেন আমি আর মিরন মামা বসিয়ে দিব। বলেন নাই? কই আপনি তো বসাইতে পারেন নাই?

রাজা- হ্যাঁ আমরা বলেছি, হ্যাঁ আমরা চেষ্টা করেছি, ৪-৫ দিন বন্ধ ছিল ওই সময়, বন্ধ না থাকলে আরো এগিয়ে যেত দেখেন নাই হওয়ার পথে ছিল। লাস্টে তো সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছি।

নিক্সন চৌধুরী- আপনি আর আমাকে ফোন টোন দিয়েন না,আপনি আপনার মত রাজনীতি করেন, আমি আমার মত রাজনীতি করতে দেন। এইগুলা আমার আর দরকার নাই, ঠিক আছে লাইন কেটে দেন।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার বক্তব্য নিতে একাধিকবার তার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে ফরিদপুর-৪ এর সাংসদ মজিবুর রহমান চৌধুরীর নিক্সন ও ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার একটি অডিও ফোনালাপ ফাঁস হওয়ায় চায়ের দোকানে সহ ভাঙ্গার বিভিন্ন মহলে বইছে আলোচনা সমালোচনার ঝড়।

সংবাদটি শেয়ার করুনঃ

Facebook
WhatsApp
Telegram
Twitter
LinkedIn
Email
Print

আরও পড়ুনঃ

এশীয় শেয়ারবাজারে চাপ, ডলারের উত্থান: ফেডারেল রিজার্ভের হার কাটা নিয়ে অনিশ্চয়তা

মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের

প্রধান সংবাদ

“দ্বীপের রানী ভোলায় আমরা করি বসবাস”: ভোলার মানুষের মুখে মুখে নতুন গান

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি সম্প্রতি “আমরা

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২৩ হাজার ৭০০ জন

নকলমুক্ত পরিবেশে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন সারা

পটুয়াখালীর ২২ গ্রামে আগাম ঈদ উদযাপন, উৎসবে মাতোয়ারা গ্রামবাসী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামের প্রায়

লবণাক্ত জমিতে সূর্যমুখী ফুলের রঙিন স্বপ্ন

জলবায়ু সংকট মোকাবিলায় সূর্যমুখী চাষ: কৃষি অভিযোজনের

মায়েদের উৎসাহিত করতে ভোলায় মা সমাবেশ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলা সদর উপজেলার

ডেস্ক রিপোর্ট বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া’র প্রধান নির্বাহী জেনসেন...

বেইজিংয়ে চীনা এআই মডেলকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ স্বীকৃতি দিলেন এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং

ডেস্ক রিপোর্ট আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সক্রিয় আগ্নেয়গিরির নতুন করে অগ্ন্যুৎপাত...

দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডে ফের আগ্নেয়গিরির উদগিরণ: ২০২১ সালের পর ১২তম বার, ঝুঁকিতে স্থানীয় জনপদ ও পর্যটন কেন্দ্র

ডেস্ক রিপোর্ট অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজ চীনের ঐতিহাসিক মহাপ্রাচীরের পাদদেশে...

চীনের মহাপ্রাচীর থেকে বিনিয়োগ নীতির পক্ষে সাফাই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবেনিজের

ডেস্ক রিপোর্ট পটুয়াখালীতে অটোরিকশা চালকদের বেপরোয়া ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে...

পটুয়াখালীতে সেনাবাহিনীর সতর্কতামূলক অভিযান: বেপরোয়া অটোরিকশা চালনায় লাগাম, সচেতনতায় স্বস্তি

ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংগঠনের...

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত নেতা...

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল বাউফল: বিএনপির দুই গ্রুপের পৃথক বিক্ষোভ