সদ্য সমাপ্ত ৩য় ধাপের উপজেলা নির্বাচনে সিলেট বিভাগের ১০টি উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নিয়েছেন।
আজ শনিবার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ শপথগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিয়ানীবাজার, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, সদর, লাখাই, সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে সিলেট বিভাগের ১০টি উপজেলার নির্বাহী অফিসারগন উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে শপথ বাক্যের মর্মার্থ বুকে ধারণ করে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার কাজে শরিক হওয়ার আহ্বান জানান।
জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে যৌথভাবে কাজ করে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে দেশের সামর্থ যেমন বেড়েছে, সম্ভাবনাও বেড়েছে। এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রয়োজন সরকারের কর্মপরিকল্পনার সম্মিলিত বাস্তবায়ন। জনগণ ভোটের মাধ্যমে তাদের সেবা করতে জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয় মন্তব্য করে তিনি আরো বলেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে সুন্দর কর্ম পরিবেশ গড়তে পারলেই জনগণ দ্রুত কাঙ্খিত সেবা পাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বেগবান হবে।
সংবাদটি শেয়ার করুনঃ
আরও পড়ুনঃ
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার জেলার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি হত্যাকাণ্ডে জড়িত
নীলফামারী প্রতিনিধি নাবালিকার বিবাহ ঠেকাতে গিয়ে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের বড়লেখায়
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি এশিয়ার সর্ববৃহৎ ও
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি
প্রধান সংবাদ
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি সম্প্রতি “আমরা
নকলমুক্ত পরিবেশে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন সারা
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামের প্রায়
জলবায়ু সংকট মোকাবিলায় সূর্যমুখী চাষ: কৃষি অভিযোজনের
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি বৃক্ষরোপণে বিশেষ
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলা সদর উপজেলার
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলার দৌলতখানে