এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ
নওগাঁ নিয়ামতপুর ৭ নং শ্রীমন্তপুর ইউ,পি অন্তর্গত শালবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে " ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট- ২০২৪” ফুটবল খেলা আয়োজন করেন ঘোলকুড়ী ও শালবাড়ী তরুন সংঘ।মোট ৮ দলের খেলা অনুষ্টিত হয় এবং তা একদিনেই শেষ।খেলায় উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশ গ্রহন করেন কাজিম আইসক্রিম ফুটবল একাদশ বনাম নিয়ামতপুর ফুটবল একাদশ এতে কাজিম আইসক্রিম ১-০ গোলে বিজয়ী লাভ করেন।২য় ম্যাচে বালাতৈড় ফুটবল একাদশ বনাম দেশ ভাটা ফুটবল একাদশ এর মধ্যে বালাতৈড় ফুটবল একাদশ ১-০ গোলে বিজয়ী হন।৩য় ম্যাচে নবিনগর ফুটবল একাদশ বনাম সাদাপুর ফুটবল একাদশ এর মধ্যে নবিনগর ফুটবল একাদশ ২-০ গোলে বিজয়ী হন। ৪ র্থ ম্যাচে বালাহৈর ফুটবল একাদশ বনাম নাকোইল ফুটবল একাদশ এর মধ্যে বালাহৈর ফুটবল একাদশ ৪-৩ গোলে বিজয়ী হন। কমিটি কর্তৃক নির্ধারিত ছক দেয়া ছিলো সেমিফাইনালের ক্ষেত্রে ১ম ম্যাচের বিজয়ী দল বনাম ২য় ম্যাচ বিজয়ী দল এবং ৩য় ম্যাচ বিজয়ী দল বনাম ৪র্থ ম্যাচ বিজয়ী দল সে নিয়ম অনুসারে ১ম সেমিফাইনালে কাজিম আইসক্রিম ফুটবল একাদশ বনাম বালাতৈড় ফুটবল একাদশ এর মধ্যে কাজিম আইসক্রিম ফুটবল একাদশ ৩-১ গোলে ফাইনালে উঠার সৌভাগ্য লাভ করেন। ২য় সেমিফাইনালে নবিনগর ফুটবল একাদশ বনাম নবিনগর ফুটবল একাদশ ৪-৩ গোলে ফাইনালে উঠার সৌভাগ্য লাভ করেন।ফাইনাল নামক সোনার হরিন ধরতে গিয়ে কাজিম আইসক্রিম ফুটবল একাদশ ১-০ গোলে নবিনগর ফুটবল একাদশ কে পরাজিত করে ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট - ২০২৪ এর চ্যম্পিয়ন হন।এ খেলায় প্রধান অতিথি হিসাবে ছিলেন জনাব, ফরিদ আহমেদ, উপজেলা চেয়ারম্যান, নিয়ামতপুর, নওগাঁ, বিশেষ অতিথি হিসাবে ছিলেন, জনাব মোঃ আজাহারুল ইসলাম বুলু -জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও সভাপতি ৭নং ইউনিয়ন, নিয়ামতপুর, নওগাঁ।জনাব, মোঃ রায়হান কবির রাজু-উপজেলা ভাইস চেয়ারম্যান,নিয়ামতপুর,নওগাঁ। জনাব মোসাঃ নাজমিন আরা-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,নিয়ামতপুর,নওগাঁ। এ ছাড়া ও উপস্থিত ছিলেন মোঃ আঃ আলিম- ৭ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব তপন কুমার-সভাপতি,শালবাড়ী উচ্চ বিদ্যালয়, এ ছাড়া ও অনান্য স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন আমাদের স্বনামধন্য মাটি ও মানুষের জননেতা আলহাজ্ব জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক-চেয়ারম্যান, ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news