এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ)
নিয়ামতপুর উপজেলার চাপড়া গ্রামের মারুফের প্রাণ গেল মোটর সাইকেল অ্যাকসিডেন্টে।।
শ্বাশুড়িকে হাসপাতালে ভর্তি করে ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর ।
মোহনপুর উপজেলার নওগাঁ মহাসড়কে ট্রাকের ধাক্কায় মারুফ হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে মোহনপুর থানাধীন নওগাঁ মহাসড়কের খাঁড়ইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চাপড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মারুফ তার শ্বাশুড়িকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোটরসাইকেলে করে নিয়ামতপুরে ফিরছিলেন। পথিমধ্যে খাঁড়ইল নামক স্থানে পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news