বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালী সরকারি জুবলি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী শহীদ হ্রদয় চন্দ্র তরুয়ার পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সংগঠনটি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদের পরিবারের জন্য ১ লাখ টাকা অনুদান প্রদান করেছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০:৩০টায় পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ অনুদান হস্তান্তর করা হয়। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল আমীরে জামায়াতের পক্ষে থেকে অনুদানটি হ্রদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া এবং পরিবারের অন্যান্য সদস্যদের হাতে তুলে দেন।
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি এবিএম সাইফুল্লা এবং সভাপতিত্ব করেন জেলা আমীর প্রফেসর মোহাম্মদ শাহ আলম। বক্তারা শহীদ হ্রদয় চন্দ্র তরুয়ার আত্মত্যাগের কথা স্মরণ করে তার পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং এই অনুদানকে জামায়াতের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুদ্দিন খান রাজী, রতন চন্দ্র তরুয়া, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, শহর আমির আবুল বাশার, এবং পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া।
জামায়াতের পক্ষ থেকে এই সহযোগিতা শুধুমাত্র শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং তা সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করে দেশের উন্নয়নে অংশগ্রহণের আহ্বানও জানানোর একটি উদ্যোগ হিসেবে দেখানো হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news