পটুয়াখালীর কুয়াকাটায় অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় হোটেল ব্যবসায়ী মো. মানিক মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে কুয়াকাটা পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত তার দোতলা বাড়িতে এই সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ডাকাত দল বাড়ির মালিক মানিক মিয়া, তার স্ত্রী ও কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর মানিক মিয়াকে বেধড়ক মারধর করে। প্রায় দেড় ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে বাড়ি থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ও ৪৮ হাজার টাকা লুট করে ডাকাতরা। অভিযুক্তদের সবাই মুখোশ পরা থাকায় তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি।
ঘটনার পর কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এই ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news