দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার পর পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিদের দিনব্যাপী সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) সকালে পটুয়াখালী জেলা ইসলামীক ফাউন্ডেশন অডিটোরিয়ামে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক মুহম্মদ শাহআলম। সম্মেলনের সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাযী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাযী প্রতিনিধিদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "নেতৃত্বের দায়িত্ব পালনে আমাদের সততা, নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। ইসলামী মূল্যবোধ ও আদর্শের ভিত্তিতে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাহবুবুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুস সালাম খান, নায়েবে আমির এডভোকেট নাজমুল আহসান, সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম আল কায়সার, অধ্যাপক আলমগীর হোসেন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মাহাদী হাসান নাহিদ।
এই দিনব্যাপী সম্মেলনে জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের আমির, সেক্রেটারি এবং বাইতুলমাল সম্পাদকগণ অংশ নেন। অনুষ্ঠান শেষে ভবিষ্যৎ কর্মপন্থা ও নীতি নির্ধারণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news