ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
বিশ্ব পর্যটন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপিত হচ্ছে। "পর্যটন শান্তির সোপান" প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সৈকত এলাকায় শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এর পরে পর্যটন হলিডে হোমসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আনছার উদ্দিন এবং কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামও সভায় বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা কুয়াকাটাকে বৈশ্বিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান। বক্তৃতার শেষে, কুয়াকাটা অঞ্চলের পর্যটন সম্পর্কিত তথ্যভিত্তিক সরকারি ওয়েবসাইট "কুয়াকাটা.জিওভি.বিডি" উদ্বোধন করা হয়।
দিনব্যাপী হাঁস ধরা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং পর্যটকদের ফুল দিয়ে বরণসহ নানা আয়োজনের মাধ্যমে পর্যটন দিবসটি উদযাপিত হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news