মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তের আওতায় এসেছে। বিদ্যালয়ের ১১ জন শিক্ষক-কর্মচারীর লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার (২ অক্টোবর) সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন তদন্ত শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, আবু তালেব ২০১২ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই ক্ষমতার অপব্যবহার, অসৌজন্যমূলক আচরণ এবং অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয় যে, তিনি ৩২ লাখ ২৭ হাজার টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন, যার মধ্যে পরীক্ষার ফি, উপবৃত্তি, এবং শিক্ষার্থী ভর্তি ফি অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও, অভিযোগে আরও বলা হয়েছে যে, তিনি শিক্ষার্থীদের বেতন, উপবৃত্তি এবং অন্যান্য ফান্ড থেকে অর্থ আত্মসাৎ করে থাকেন। শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিভক্তি তৈরি করে নিজের পক্ষে থাকা শিক্ষক-কর্মচারীদের পক্ষে কাজ করেন এবং প্রতিপক্ষদের হয়রানি করেন।
তদন্তের সময় শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, এবং স্থানীয় বাসিন্দারা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন।
প্রধান শিক্ষক আবু তালেব তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, "কেউ অভিযোগ দিতেই পারে, তদন্তের মাধ্যমে সত্যতা প্রমাণ হবে।"
বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা উর্মি বলেন, "লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
তদন্তের ফলাফল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news