বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চলতি আসরে চ্যাম্পিয়ন বরিশাল আবারও একই ফ্র্যাঞ্চাইজির অধীনে তামিম ইকবালকে অধিনায়ক হিসেবে পাচ্ছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফরচুন বরিশাল এই তথ্য প্রকাশ করেছে। বরিশালের নৌপথের জাহাজের সাথে দলের পতাকা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ট্রফির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।”
বিপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর, আর ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে এগারতম আসরের প্রথম ম্যাচ। তামিম ইকবালের অধিনায়কত্বে প্রথম আসরেই শিরোপা জিতেছিল বরিশাল, যেখানে সৌম্য সরকার, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহর মতো তারকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এছাড়াও, বরিশাল নতুন চুক্তি করেছে মুশফিকের সঙ্গে এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ইংল্যান্ডের ডেভিড মালানকে দলে টানার চেষ্টা চালাচ্ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিশ্চিত করেছেন যে, এবার ঢাকা এবং চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএলে ফিরে আসছে, এবং নতুন ফ্র্যাঞ্চাইজির দেখা মিলবে রাজশাহী থেকে।
ফরচুন বরিশাল তাদের আগের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এবং নতুন চ্যালেঞ্জের মোকাবেলায় প্রস্তুত, যা আসন্ন বিপিএলে আকর্ষণীয় প্রতিযোগিতা নিশ্চিত করবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news