সাবেক রাষ্ট্রপতি এবং বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আর নেই। শুক্রবার দিবাগত রাত ৩:১৫ মিনিটে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
বদরুদ্দোজা চৌধুরীকে গত ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর পুত্র, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী জানান, আজ শনিবার সকাল ৯টায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বারিধারায় নিজ বাসভবনে নেওয়া হবে, সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রোববার সকাল ১০টায় মুন্সীগঞ্জের শ্রীনগরে তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করা বদরুদ্দোজা চৌধুরী ছিলেন একজন মেধাবী ছাত্র এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা পেশায় দীর্ঘদিন কাটানোর পর তিনি লন্ডনের রয়াল কলেজ অব ফিজিশিয়ানস থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান “আপনার ডাক্তার”-এর মাধ্যমে বদরুদ্দোজা চৌধুরী ব্যাপক পরিচিতি পান। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপির প্রথম মহাসচিব হিসেবে রাজনীতিতে যোগ দেন। তিনি কয়েকবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং উপ প্রধানমন্ত্রী ও মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০১ সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তবে বিএনপির সঙ্গে মতপার্থক্যের কারণে ২০০২ সালে পদত্যাগ করেন। পরবর্তীতে ২০০৪ সালে তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন এবং আমৃত্যু দলটির প্রেসিডেন্ট ছিলেন।
দেশের রাজনীতিতে তাঁর অবদান এবং চিকিৎসা ক্ষেত্রে তাঁর সেবা চিরস্মরণীয় হয়ে থাকবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news