“সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে ট্রাফিক সপ্তাহ-২৪ এর উদ্বোধন করা হয়েছে। আজ ৫ অক্টোবর ২০২৪ দুপুরে পটুয়াখালী চৌরাস্তার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি তার বক্তব্যে ট্রাফিক নিয়ম মানার গুরুত্ব এবং সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতার ভূমিকা তুলে ধরেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ জাহিদ আনোয়ার। তিনি ট্রাফিক সপ্তাহের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফয়সাল। তিনি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর দায়িত্ব ও অবদানের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল ইসলাম। তিনি ট্রাফিক সপ্তাহের গুরুত্ব এবং এর মাধ্যমে কীভাবে সড়ক ব্যবস্থায় উন্নতি আনা সম্ভব তা বিস্তারিতভাবে আলোচনা করেন।
এই ট্রাফিক সপ্তাহের উদ্দেশ্য হচ্ছে সড়কে নিরাপত্তা বাড়ানো এবং যানবাহন চালকদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।